পলাশবাড়ীতে সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পলাশবাড়ীতে সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

25 September, 2025 | সময়: 6:06 pm

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ক্যাশ মেমো ও বিক্রয় রেজিষ্টার সংরক্ষণ না করা এবং অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যামাণ আদালত।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের কালীবাড়ী বাজারে বিপ্লব কুমার সরকার-এর ‘মা কৃষি ঘর’-এ জরিমানা আদায় করা হয়।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার। এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা হেনা নাসরিন ও কৃষি সম্প্রসারণ অফিসার মো. আবু সাঈদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সেইসাথে ওই দোকানের মালিককে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, মূল্য তালিকা টাঙানোসহ সার ব্যবস্থাপনা আইন মেনে চলতে নির্দেশনা দেয়া হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।