পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে চা দোকানীর মৃত্যু

পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে চা দোকানীর মৃত্যু

25 September, 2025 | সময়: 8:14 pm

জয়পুরহাটের পাঁচবিবিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে একটি মর্মান্তিক রেল দুর্ঘটনায় পলাশ কুমার মহন্ত (৪২) নামে এক চা দোকানী নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে সকাল ৬টার দিকে পাঁচবিবি রেলস্টেশনের উত্তর পাশের সড়কে।

নিহত পলাশ কুমার পৌরসভার তুরিপাড়ার মৃত নিলমনি মহন্তের ছেলে। তিনি স্টেশনের রোডে দীর্ঘদিন ধরে একটি চা স্টল পরিচালনা করতেন। স্থানীয়রা জানিয়েছেন, তিনি সকালে দোকান সাজানোর জন্য স্টেশনের রেল ক্রসিং এলাকায় যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে পলাশ কুমার মহন্ত কাটা পড়েন। এতে তার শরীরের বিভিন্ন অংশ ভয়াবহভাবে ক্ষতবিক্ষত হয়। দুর্ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং পরিবারের কাছে হস্তান্তর করে।

পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেন, রেলপথে চলাচলরত যাত্রী ও স্থানীয়দের নিরাপত্তার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি।

স্থানীয়রা শোক প্রকাশ করেছেন এবং বলছেন, পলাশ ছিলেন এলাকায় পরিচিত এবং স্বাভাবিক জীবিকা নির্বাহের মানুষ। তার মৃত্যু এলাকায় একটি শোকের ছায়া ফেলেছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।