পার্বতীপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ছাগল বিতরণ

পার্বতীপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ছাগল বিতরণ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবিকা উন্নয়ন ও স্বনিভরতা অর্জনের লক্ষ্যে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আলোর পথে প্রতিবন্ধী বিদ্যালয়ে ১০ জন প্রতিবন্ধীর মাঝে মোট ২০টি ছাগল বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাদ্দাম হোসেন। কার্যক্রমটি বাস্তবায়ন করেছে পল্লী গ্রাম উন্নয়ন কেন্দ্র (পিজিইউকে) এবং অর্থায়ন করেছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ছাগল পালনের সঠিক পদ্ধতি ও পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন পশু চিকিৎসক মোহসিন আলী।
প্রতিবন্ধী পরিবারের সদস্যরা আজমাইন আদিব ও শাহিনুর ইসলাম ছাগল পাওয়ায় আনন্দিত হয়ে জানান, এটি তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও আত্মনির্ভরশীল হওয়ার পথে সহায়ক হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাদ্দাম হোসেন বলেন, আজকের এই উদ্যোগ তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
তাদের কর্মসংস্থান ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে সরকার এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করছে। সমাজে প্রতিবন্ধী জনগোষ্ঠীর স্বনিরর্ভতা ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে এমন উদ্যোগ এক নতুন আশার আলো।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।