পুত্রসন্তানের জন্ম দিলেন রিয়ানা

পুত্রসন্তানের জন্ম দিলেন রিয়ানা

25 September, 2025 | সময়: 2:45 pm

চলতি বছরের ৫ মে নিউ ইয়র্কের রাস্তায় বেবি বাম্প প্রকাশ করে সবাইকে চমকে দেন ক্যারিবিয়ান সংগীতশিল্পী রিয়ানা। এবার মা হওয়ার খবর জানালেন তিনি নিজেই। অর্থাৎ তৃতীয়বারের মতো মা হলেন রিয়ানা। ১৩ সেপ্টেম্বর তার কোলে এসেছে পুত্রসন্তান।

বুধবার মা হওয়ার কথা ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন তিনি। তৃতীয় সন্তানের নাম রেখেছেন রকি আইরিশ মেয়ার্স।
ভোগের প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রিয়ানা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিজেই এ খবর জানিয়েছেন। তিনি জানান, ১৩ সেপ্টেম্বর তাদের সংসারে তৃতীয় সন্তানের আগমন ঘটে।

মেয়ের নাম রাখা হয়েছে রকি আয়রিশ মেয়ার্স।

পরিবারে প্রতিটি সন্তানের নামের প্রথম অক্ষর ‘আর’ দিয়ে শুরু হওয়ার ঐতিহ্য এখানে বজায় রেখেছেন তারকা রিয়ানা এবং এএসএপি রকি। এই দম্পতির দুই ছেলে তিন বছর বয়সী রজা, দুই বছর বয়সী রিওট— এবার কন্যাসন্তানের আগমন হলো।

রিয়ানা এই বছর মে মাসে ২০২৫ মেট গালা-তে তার তৃতীয় সন্তান আসার অপেক্ষার কথা জানান।

গর্ভাবস্থায়ই মেট গালা অনুষ্ঠানে তিনি কালো ক্রপড উলের জ্যাকেট, উল বস্টিয়ার বডিস্যুট ও কালো পিনস্ট্রাইপ উলের স্কার্ট পরে উপস্থিত ছিলেন।

এর পর থেকে রিয়ানা ফ্যাশনেবল গর্ভাবস্থার উদাহরণ হিসেবে বিভিন্ন রঙিন ও দামি পোশাকে প্রকাশ্যে আসেন। বেলজিয়ামে ‘স্মাফার’ সিনেমার প্রিমিয়ারে তিনি শিয়ার বেবি ব্লু বেবি-ডল সেটে ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।