‘মহা জাদুতে’ দর্শক মাতাবেন হাবিব

‘মহা জাদুতে’ দর্শক মাতাবেন হাবিব
কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের গানগুলো দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এবার দেশের অন্যতম সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ কোক স্টুডিও যুক্ত হয়ে তাজিকিস্তানের গায়িকা মেহেরনিগরি রুস্তমের সঙ্গে ‘মহা জাদুতে’ দর্শক মাতাবেন।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মেহের নিগর রুস্তমের সঙ্গে ফিউশন করা গান ‘মহা জাদু‘ মুক্তি পাবে।
কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলটিতে একটি ১৩ সেকেন্ডেও ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা, ‘মহা যাদু এনেছে ভালোবাসার এক নতুন বিট!
‘বাংলা আর ফারসির মিষ্টি ছন্দে, হাবিব ওয়াহিদ ও মেহেরনিগরি রুস্তমের কণ্ঠে অনুভব করুন এক অদ্ভুত জাদুর জগৎ।’ এদিকে সামাজিক যোগযোগ মাধ্যমে হাবিব ওয়াহিদ তার ভক্ত-অনুরাগীরা নতুন গানের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।