খানসামায় ৮ টিমের হা-ডু-ডু খেলার আজ তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে

খানসামায় ৮ টিমের হা-ডু-ডু খেলার আজ তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে
দিনাজপুর সংবাদদাতা : আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে চলেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সেই হাডুডু বা কাবাডি খেলা। হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে দিনাজপুরের খানসামায় আয়োজন করা হয়েছে হাডুডু প্রতিযোগিতা।
৮ টিমের এ তৃতীয় খেলায় অংশগ্রহণ করে চিরিরবন্দর ভাই ভাই ক্লাব বনাম মালয়রপাড় মামা ভাগিনা ক্লাব খানসামা। মালয়রপাড় মামা ভাগিনা ক্লাব খানসামা ১৬৪ পয়েন্ট, চিরিরবন্দর ভাই ভাই ক্লাব ১৫০ পয়েন্ট,১৪ পয়েন্টের ব্যবধানে চিরিরবন্দর ভাই ভাই ক্লাবকে পরাজিত করে মালয়রপাড় মামা ভাগিনা ক্লাব খানসামা বিজয়ী হয়েছেন।
দিনাজপুরের খানসামায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার ২নং ভেড়ভেরী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিন্দারন (টুপার বাজার) ৮০ নং কালির বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নবুশাহ পাড়া স্পোর্টিং ক্লাব আয়োজিত ৮ টিমের হাডুডু টুর্নামেন্ট-২০২৫ এর এ হাড্ডাহাড্ডি খেলার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন,
২ নং ভেরভেরী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব রিয়াজুল ইসলাম বাবুল। খেলায় সভাপতিত্ব করেন, শফিকুল ইসলাম, সহ-সভাপতি হিসেবে ছিলেন, তপন চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র প্রভাষক তেবাড়িয়া আলিম মাদ্রাসার মাওলানা মোঃআনিছুর রহমান ।
অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ইয়াকুব আলী প্রমুখ। খেলাটি পরিচালনা করেন, সুজাউল ইসলাম। স্কোর বোর্ডে ছিলেন,মানিক চন্দ্র রায় ও বাবুল চন্দ্র রায়। খেলায় প্রচুর দর্শক সমাগমে পুরো মাঠ কানায় কানায় ভরে যায়।
খেলায় প্রধান রেফারি হিসেবে উপস্থিত ছিলেন,শেফাউল ইসলাম সহকারী হিসেবে ছিলেন, এনাম শাহ। দূর-দূরান্ত থেকে আসা শত শত বিভিন্ন বয়সী খেলা প্রেমীরা খেলাটি উপভোগ করেন। আয়োজক কমিটি ও স্থানীয়রা জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে এবং ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে প্রতিবছর এ খেলা আয়োজন করা দরকার।
এ হাডুডু খেলাকে নিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দীর্ঘদিন পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে স্থানীয়দের উপচে পড়া ভিড় ছিল। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুপুর থেকেই দূর-দূরান্ত থেকে শত শত নানা বয়সী মানুষ এই খেলা উপভোগ করে। করতালির মধ্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন তারা। হৈ-হুল্লোড়ে মাঠ কাঁপিয়েছেন খেলা প্রেমী দর্শকরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন,আয়োজক কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।