ঘোড়াঘাটে ১৩টি পূজা মন্দিরে ইউপি চেয়ারম্যানের আর্থিক সহায়তা

ঘোড়াঘাটে ১৩টি পূজা মন্দিরে ইউপি চেয়ারম্যানের আর্থিক সহায়তা

26 September, 2025 | সময়: 3:35 pm

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের ১৩ টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।

শুক্রবার সকাল ৯ টায় ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়নের মোট ১৩টি পূজা মন্দিরের সভাপতি – সাধারণ সম্পাদক দের সাথে আইনশৃঙ্খলা আলোচনা সভা শেষে তাদের হাতে এই অর্থ তুলে দেন।

এ সময় চেয়ারম্যান বলেন, দেশে বড় একটি পরিবর্তন এসেছে এই সময় পূজা মণ্ডপগুলোতে নির্বিঘ্নে আয়োজন সম্পন্ন করতে এ সহযোগিতা প্রদান করা হয়েছে।

সহায়তা গ্রহণকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের এ ধরনের সহযোগিতা পূজা আয়োজনকে আরও প্রাণবন্ত ও সুষ্ঠু করতে সহায়ক হবে।

এ সময় উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মহন্তপুর ভুট্টু, ইউনিয়ন পরিষদের সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।