দিনাজপুরে আস্করপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

দিনাজপুরে আস্করপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

26 September, 2025 | সময়: 9:48 pm

স্টাফ রিপোর্টার :- ‎‎দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বোর্ডের হাট মাদ্রাসা মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান ভুট্টু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু আনোয়ার সাদাত সাগর।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আবুজার সেতু, আস্করপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন। বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ মজুমদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ আস্করপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎প্রধান অতিথি রাসেল আলী চৌধুরী লিমন তার বক্তব্যে বলেন, ৫ আগস্টের পর দেশে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। তবে আমাদের দায়িত্ব এখানেই শেষ নয়। সামনের জাতীয় নির্বাচন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে সংগঠিত ও সজাগ থাকতে হবে। জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

‎সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান ভুট্টু বলেন, স্বেচ্ছাসেবক দলের নতুন কর্মী সভার মাধ্যমে সংগঠনে নতুন প্রাণ সঞ্চার করা হচ্ছে। অচিরেই ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে, যারা দল ও দেশের স্বার্থে নিরলসভাবে কাজ করবেন।

‎সভায় অন্যান্য বক্তারা বলেন, আন্দোলনকে গতিশীল করতে এবং সংগঠনের কার্যক্রমকে আরো শক্তিশালী করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। তারা জানান, কর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও সততার ভিত্তিতে একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলাই এখন প্রধান লক্ষ্য।

‎আলোচনা শেষে কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন দিনগুলোতে ঐক্যবদ্ধ থেকে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।