দিনাজপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

দিনাজপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
দিনাজপুর প্রতিনিধি : অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ে বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর দিনাজপুর স্টেশন চত্ত্বরে এই বিক্ষোভে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সমাবেশে বক্তারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন—
১. অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ২. আওয়ামী লীগের দোসর এবং আধিপত্যবাদী ভারতের এদেশীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
৩. আগামী জাতীয় নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। ৪. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। ৫. আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে PR (Proportional Representation) পদ্ধতি বাস্তবায়ন করতে হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম বলেন,
“দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার রক্ষায় জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। দাবিগুলো অবহেলা করা হলে খেলাফত মজলিস রাজপথে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”
জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ বলেন,
“দেশের জনগণ আজ পরিবর্তন চায়। অবিচার, দমন-পীড়ন ও প্রহসনের রাজনীতির অবসান ঘটাতে হলে ৫ দফা বাস্তবায়ন জরুরি। জনগণের অধিকার রক্ষায় খেলাফত মজলিস সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে।”
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
সমাবেশে বক্তারা আরও বলেন, জনগণের দাবির প্রতি উদাসীন হলে দেশ এক ভয়াবহ সংকটের দিকে ধাবিত হবে। তাই অতি দ্রুত জনগণের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।