দিনাজপুরে জাগপার ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

দিনাজপুরে জাগপার ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

26 September, 2025 | সময়: 9:28 pm

দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধকরণ এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দফা দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টায় শহরের বাহাদুর বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা জাগপার সাধারণ সম্পাদক ইমরুল কায়েস রুপম বলেন, জাগপার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলায় জেলায় আজকে আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। অন্তবর্তী সরকারের কাছে আমাদের আকুল আবেদন আমরা যেই জুলাই আগস্টের রক্তের বিনিময়ে আমরা৭ দফা দিয়েছি সেই সব দফা সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুব আলম ননী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা জাগপার সাধারণ সম্পাদক ইমরুল কায়েস রুপম, জেলা সহ-সভাপতি বাপ্পি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অরুণ মহন্ত, প্রচার সম্পাদক মাসুদুর রহমান, সেতাবগঞ্জ জেলা জাগপার সাধারণ সম্পাদক জামান, সাংগঠনিক সম্পাদক এস এম বাবু।

এছাড়াও যুব জাগপার সভাপতি প্রাইম, সহ-সভাপতি রাফি, ছাত্র জাগপার আলামিন ও সোহেলসহ অন্যান্য নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।