বিরামপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিরামপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

26 September, 2025 | সময়: 9:36 pm

দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় পৌর শহরের ঢাকা মোড়ে উপজেলা জামায়াতের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ বাজারে গিয়ে শেষ হয়।

উপজেলা জামায়াতের আমীর হাফিজুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনে জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। এছাড়াও বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামী, শ্রমিক কল‍্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্র শিবিরের স্থানীয় অন‍্যান‍্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিষ্ট আওয়ামীলীগকে দেশ ছাড়া করা হয়েছে। তাই আমাদের প্রথম দাবি জুলাই গণ-অভ্যুত্থানের আইনী ভিত্তি জুলাই সনদ নিশ্চিত করতে হবে। ফ‍্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার করতে হবে।

কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিচারের নামে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দদের হত্যা করা হয়েছে, তার বিচার করতে হবে।

বক্তারা আরো বলেন, দেশের সাধারণ মানুষ এবার পরিবর্তন চায়, পতিত স্বৈরাচার সরকারের মতো আর কোনো ভোট ডাকাতি দেখতে চায় না। সেজন্য নির্বাচন কমিশনকে পিআর পদ্ধতি আমলে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় ফাইনালি ভাবে পিআর পদ্ধতি রাখার দাবি জানানো হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।