চলচ্চিত্র অঙ্গনে নতুন পরিচয়ে ফিরছেন পপি

চলচ্চিত্র অঙ্গনে নতুন পরিচয়ে ফিরছেন পপি
ঢালিউডের প্রখ্যাত অভিনেত্রী সাদিকা পারভিন পপি দীর্ঘদিন পর চলচ্চিত্র অঙ্গনে ফেরার ঘোষণা দিয়েছেন। অভিনয়ে নয়, এবার তিনি ফিরবেন প্রযোজক হিসেবে। নব্বই দশকের জনপ্রিয় এই নায়িকা ২০২০ সালে সর্বশেষ ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমার শুটিং শেষে পর্দা থেকে সরে যান। এরপর পাঁচ বছর আড়ালে কাটিয়ে এবার তিনি ফেরার ইঙ্গিত দিয়েছেন।
পপি সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “অভিনয়ে ফিরব না, এটা পুরোপুরি নিশ্চিত। তবে পুরোনো কয়েকটি কাজ আছে, সেগুলো শেষ করব। এরপর আমি নিজের মতো করে ফিরব। আমি সিনেমা প্রযোজনা করব।” তিনি জানান, চলচ্চিত্রে প্রযোজনা তাঁর আগের অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছে। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন পপি, যার মধ্যে সিনেমার লাইন পুরোপুরি জানা অন্যতম। তাই এবার প্রযোজক হিসেবে আরও ভালোভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
পপি ইতিমধ্যেই ‘কিডন্যাপ’, ‘জীবন মানেই যুদ্ধ’সহ আরও দুটি সিনেমার প্রযোজনার দায়িত্ব নিয়েছেন। তিনি উল্লেখ করেন, প্রযোজক হিসেবে ফিরে আসার সময় তিনি দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন। অতীতের প্রযোজনা কাজে মনোয়ার খোকনের সঙ্গে কাজ করেছিলেন, যদিও তখন ২০ লাখ টাকা লোকসানের মুখোমুখি হয়েছিলেন টিমের অসহযোগিতার কারণে।
১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক করেন পপি। ওমর সানির বিপরীতে অভিনয় শুরু করা এই অভিনেত্রী পরবর্তীতে ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’সহ অসংখ্য হিট সিনেমায় অভিনয় করেছেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি।
পপির মতে, প্রযোজক হিসেবে কাজ করার মাধ্যমে তিনি ভালো গল্পের সঙ্গে যুক্ত থাকতে পারবেন এবং চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবেন। অভিনয়ের চেয়ে প্রযোজনা তাঁর কাছে বেশি আনন্দদায়ক। তিনি আশা প্রকাশ করেছেন, নতুন পরিচয়ে চলচ্চিত্র অঙ্গনে ফেরার মাধ্যমে আরও মানসম্মত সিনেমা দর্শকের সামনে উপস্থাপন করতে পারবেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।