চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মশালা

27 September, 2025 | সময়: 6:44 pm

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (তারিখ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার আয়োজন করে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। এতে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসডিএফ-এর জেলা ব্যবস্থাপক মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, নাচোল উপজেলার ৪টি ইউনিয়নে ৫০টি গ্রাম সমিতির মাধ্যমে মোট ৮ হাজার ৫৪৫টি পরিবার সরাসরি উপকৃত হচ্ছে। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬৭২ জনকে সুবিধাভোগীর আওতায় আনা হয়েছে।

গ্রামীণ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা প্রদান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি

উপজেলায় অতি দরিদ্র পরিবার থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৯ জন মেধাবী শিক্ষার্থীকে শর্তসাপেক্ষে বছরে প্রত্যেককে ২৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী মাতৃত্বকালীন ভাতা ও সিজারিয়ান ভাতা দেওয়া হচ্ছে।

কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও জনপ্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, এসডিএফ এর কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় ও লিংকেজ বাড়ানো জরুরি। স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়ালে সরকারের দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য আরও সহজ হবে।

উল্লেখ্য, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) হলো অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি অলাভজনক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে আসছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।