দিনজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিমন ২০২৫ অনুষ্ঠিত

দিনজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিমন ২০২৫ অনুষ্ঠিত

27 September, 2025 | সময়: 9:20 pm

দিনাজপুর সংবাদাতা ॥ কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের জন্য ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার দিনজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ সকাল ১০ টা হইতে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানটির ৬টি টেকনোলজি থেকে মোট ০৯টি উদ্ভাবনী প্রকল্প অংশ গ্রহন করে।

প্রথম স্থান অধিকার করে পাওয়ার টেকনোলজি থেকে ইলেকট্রনিক টাইপ ইগনিশন সিস্টেম দ্বিতীয় স্থান অধিকার করে মেকানিক্যাল টেকনোলজি থেকে ২জি পজিশন ওয়েল্ডিং এবং তৃতীয় স্থান অধিকার করে কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি থেকে আরাডুইনো রাডার সিস্টেম শীর্ষক উদ্ভাবন।

শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষ অধিদপ্তর কতৃর্ক বাস্তবায়নাধীন অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিত এবং শক্তিশালীকরণ (অঝঝঊঞ) প্রকল্পের আওতায় আয়োজিত উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল কার্যক্রমের অনন্য এ প্রদর্শনীর উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস.এম.হাবিবুল হাসান, এসেট প্রকল্পের উপপ্রকল্প পরিচালক-৩ মোঃ মঞ্জুরুল ইসলাম অনুষ্ঠি অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল।

অনুস্ঠানটি স্থানীয় প্রশাসনের সহোযগীতায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, শিল্পকারখানা ও সুশীলসমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীসহ সর্বস্থরের জনসাধারন উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।