দিনাজপুরে ছোট কাগজ কাব্যকথা’র ৫ম বর্ষপূর্তি উৎসব ও ৬ষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন

দিনাজপুরে ছোট কাগজ কাব্যকথা’র ৫ম বর্ষপূর্তি উৎসব ও ৬ষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টার ॥ “মাইলস্টোন ট্রাজেডিতে নিহত ও আহত সকল প্রানের প্রতি উৎসর্গকৃত”কবিতার ছোট কাগজ “কাব্যকথা’র কেক কেটে ৫ম বর্ষপূর্তি উৎসব এবং ৬ষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন, কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাব্যকথার আয়োজনে এবং দিনাজপুর প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার বিভাগের সহযোগিতায় প্রেসক্লা হলরুমে কাব্যকথার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি কথা সাহিত্যিক কবি জলিল আহমেদ। কাব্যকথার উপদেষ্টা কবি ও গবেষক ড. মাসুদুল হক এর সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন কবি ও প্রাবন্ধীক মাসুদ মুস্তাফিজ।
শুভেচ্ছা বক্তব্য রাখেণ সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, কবি ও গবেষক আলী ছায়েদ, উপন্যাসিক মোঃ জিল্লুর রহমান। বিশিষ্ট কন্ঠশিল্পী ও কবি কমল কুজুরের প্রাণবন্ত সঞ্চালনায় কবিতা পাঠ করেন দৈনিক উত্তর বাংলার নির্বাহী সম্পাদক জিন্নত রহমান, কবি কামরুজ্জামান গোপন, মীর শিরিন, তরিকুল আল তরু, আজহারুল আজাদ জুয়েল, কাশী কুমার দাস ঝন্টু, ইয়াসমিন আরা রানু, নুরে আলম সিদ্দিক, নিরঞ্জন রায়, সাবিনা ইয়াসমিন ইতি, মোল্লা শরিফ লজেন্স, অদিতি রায়, লায়লাতুন রিমা, মমিনুল ইসলাম, প্রশান্ত কুমার রায়, তহমিনা খাতুন। বক্তারা বলেন, অমর কবি’র সন্ধ্যানে কাব্যকথা নতুন দিগন্তের দ্বার উন্মোচন করবে।
আমাদের লেখা জাতীয়ভাবে স্থান পাওয়ার পাশাপাশি দিনাজপুরের সাহিত্য ঐতিহ্যের বিকাশ ঘটাতে হবে কবি-লেখকদের। কাব্যকথার সম্পাদক কবি নিরঞ্জন হীরা তার স্বাগত বক্তব্যে বলেন, কাব্যকথার পথপরিক্রমায় পঞ্চঘূর্ণন পূর্ণ হয়েছে পৃথিবীর। ছোট বুকে বৃহৎ স্বপ্নমালা উড়ে বেড়ায়। এরই মাঝে আমাদের ছোট ছোট পায়ে পথ চলা থেমে নেই।
কাব্যকথার প্রকাশনা প্রকাশ হতে থাকবে যদি আপনারা আমার সাথে থাকেন। কাব্যিক বেঞ্জনায় মোহিত হোক পাঠককূল।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।