দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মালিকের মৃত্যু

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মালিকের মৃত্যু
দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর শহরের উপশহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম বাবু (৩৮) নামে এক গ্যারেজ মালিক মারা গেছেন। শনিবার সকালে সোয়া ৯টার দিকে উপশহর ৪নং ব্লকে (স্টাফ কোয়ার্টার পূর্বগেট) একটি ইজিবাইক গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম বাবু উপশহর ৪নং ব্লকের মৃত মহসীন আলীর ছেলে। তিনি মেডিসিনেরও ব্যবসা করতেন।
তরিকুল ইসলামের পরিবার জানায়, বাড়ির সঙ্গে তরিকুল ইসলাম বাবুর একটি ইজিবাইক গ্যারেজ রয়েছে। যেখানে ইজিবাইক মেরামতসহ চার্জ দেওয়া হয়।
সকাল সোয়া ৯টার দিকে গ্যারেজে গিয়ে দেখতে পান রাতে চার্জ দেওয়া ইজিবাইকগুলোতে চার্জ হয়নি। কি কারণে চার্জ হয়নি তা তিনি পরীক্ষা করছিলেন।
এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।