দিনাজপুরে সমৃদ্ধি ফাউন্ডেশনের আয়োজনেশিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুরে সমৃদ্ধি ফাউন্ডেশনের আয়োজনেশিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
দিনাজপুর সংবাদদাতা : শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর প্রেস ক্লাবে দিনাজপুরে সমৃদ্ধি ফাউন্ডেশনের আয়োজনে বেটার হোপ প্রজেক্টের আওতায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আব্দুল মোমেন, সমৃদ্ধি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ সাজিউল ইসলাম (সাজু), সমৃদ্ধি ফাউন্ডেশনের সিনিয়র সদস্য একরামুল হক আবির, সমৃদ্ধি ফাউন্ডেশনের সভাপতি মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ ইসতিয়াক হোসেন।
উল্লেখ্য যে, দিনাজপুরে সমৃদ্ধি ফাউন্ডেশনের আয়োজনে বেটার হোপ প্রজেক্টের আওতায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন সংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ভাবে উক্ত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কৃত করা হয়।
এ সকল অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমৃদ্ধি ফাউন্ডেশন এর সদস্য ইমরান হোসেন ও জান্নাতুল ফেরদৌস মনি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।