দিনাজপুর পৌরসভা বর্জ্য ব্যবস্থাপনায় ৩৯ টি ভ্যান সংযুক্ত হলো

দিনাজপুর পৌরসভা বর্জ্য ব্যবস্থাপনায় ৩৯ টি ভ্যান সংযুক্ত হলো

27 September, 2025 | সময়: 4:30 pm

দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর পৌরসভার নাগরিক সুবিধা বাড়াতে বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে গার্বেজ ভ্যান সংযুক্ত করা হয়েছে, যা পৌর এলাকার আবর্জনা সংগ্রহ ও অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা নিশ্চিত করবে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর পৌরসভা চত্বরে ২৪টি গার্বেজ ভ্যান ও ১৫টি গার্ডেন কার্ট উদ্ধোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

এসময় তিনি বলেন , এই পদক্ষেপের ফলে যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধ হবে, পরিবেশের উন্নতি ঘটবে এবং পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নত হবে।

পৌরসভার নাগরিকদের তিনি যত্রতত্র ময়লা আর্বজনা না ফেলে নির্দিষ্ট জায়গায় ( ডাষ্টবিন) ফেলার অনুরোধ করেন। তিনি বলেন,গার্বেজ ভ্যান গুলোর মাধ্যমে আরো পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

উদ্ধোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক মোঃ রিয়াজউদ্দিনসহ পৌরসভার কর্মকতা এবং বর্জ্য ব্যবস্থাপনার কর্মীরা উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।