শারদীয় দূর্গাপুজা উপলক্ষে দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে উৎসব বিতরণ

শারদীয় দূর্গাপুজা উপলক্ষে দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে উৎসব বিতরণ
দিনাজপুর প্রতিনিধি : আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের শ্রমিকদের মাঝে উৎসব বিতরণ করা হয়েছে। জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব তহবিল থেকে এই উৎসব ভাতা প্রদান করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় সুইহারিস্থ মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে শ্রমিক ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের শ্রমিকদের হাতে উৎসব ভাতার টাকা তুলে দেন দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ আব্দুল কাইয়ূম ও যুগ্ম আহবায়ক সৈয়দ শওকত আলী তোতা।
এ সময় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির অর্থ সচিব মোঃ মামুনুর রশীদ, আহবায় ক কমিটির সদস্য মোঃ রাশেদুজ্জামান বিপ্লব, দপ্তর মোঃ খোকন, সদস্য মোঃ আফজাল হোসেন, মোঃ স্বাধীন, শ্রী উদয় চক্রবর্তী, মোঃ মজিবর রহমান মজিব, মোঃ হালিম বাবু, মোঃ সৈয়দ খালিদসহ শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আসন্ন দূর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক সদস্যকে এই উৎসব ভাতা প্রদান করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।