কুড়িগ্রামে ধরলা নদীতে নৌকা বৈঠক করে বিশ্ব নদী দিবস পালন

কুড়িগ্রামে ধরলা নদীতে নৌকা বৈঠক করে বিশ্ব নদী দিবস পালন
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধরলা নদীতে নৌকা বৈঠক করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ইকো ও চিলড্রেন হেলথ অ্যাওয়ারনেস ফাউন্ডেশন।
আজ রোববার(২৮ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এ বৈঠকে নদীর স্বার্থরক্ষায় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়ান সংগঠনের সদস্যরা।
এতে নদী সংগঠক হামিদুল ইসলাম বলেন, ‘নদী নিয়ে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোন গবেষণা নেই। কুড়িগ্রাম জেলায় কতগুলো নদী আছে। ওই নদীগুলোর বর্তমান অবস্থা কেমন সেটি নিয়েও কোন ধারণা তাদের নেই।
সরকারি নদী প্রতিষ্ঠানের অবহেলা ও অযত্নে নদীগুলো মরতে বসেছে। নদী রক্ষায় বিভিন্ন সংগঠনকে সক্রিয় হতে হবে। সমস্যা চিহ্নিত করে সঠিক তথ্য সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরতে হবে। নদী না বাঁচলে আমরা কেউ বাচবো না।’
গ্রিন ইকোর পরিচালক সঞ্জয় চৌধুরী বলেন, ‘নদী রক্ষায় আইনের যথাযথ প্রয়োগ ও জনসচেতনতা জরুরি। আন্তঃসীমান্ত নদীগুলো নিয়ে বিশেষ করে ভারতের সঙ্গে কার্যকর উদ্যোগ নিতে হবে সরকারকে। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক নানা কার্যক্রম চালাতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নদী গবেষক গৌরব চৌধুরী বলেন, বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ। এদেশের মানুষের জীবন, জীবিকার সাথে নদী জড়িয়ে আছে। এদেশের উন্নয়নের স্বার্থে নদী গবেষণা বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নদী সংগঠক জাহানুর রহমান, মেহেদী হাসকন, আজিজুল হক, স্থানীয় বাসিন্দা ফরমান আলী প্রমুখ।
বিশ্ব নদী দিবস উপলক্ষে নৌকা বৈঠক আলোচনার সঞ্চালনা করেন নদী সংগঠক মেহেদী হাসান তমাল।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।