দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সেবক পার্টির বস্ত্র সামগ্রী উপহার

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সেবক পার্টির বস্ত্র সামগ্রী উপহার
দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সেবক পার্টির বস্ত্র সামগ্রী উপহার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর রবিবার সকালে দিনাজপুর বিলের কাঞ্চন মোড় এলাকায় জীবন মহলের অডিটোরিয়ামে অনুষ্ঠানের মাধ্যমে সনাতনী নারী-পুরুষদের উপহার হিসেবে উপজেলার বোচাগঞ্জ ও বিরলে ৭ হাজার মানুষের মাঝে শাড়ি. লুঙ্গিও থ্রি পিচ এবং নগদ অর্থ বিতরণ করা হয়। বিরল সেবক পাটির উদ্যোগে সকলে মিলে সাম্প্রদায়িক ঐক্যের আগমনকে আরও উজ্জ্বল করে তুলেছে।
উক্ত অনুষ্ঠানে বিরল উপজেলা শাখার সেবক পাটির আহ্বায়ক এনামুল হক মনির সভাপতিত্বে ও সদস্য সচিব সামসুজ্জামান হেলাল সঞ্চালনায় প্রধান অতিথি পার্টির চেয়ারম্যান ড.জীবন চৌধুরী তার বক্তব্যে বলেন দুর্গাপূজা শুধু সনাতনীদের উৎসব নয়, এটি আমাদের সকলের ঐক্যের প্রতীক। তিনি বলেন আমি ড.জীবন চৌধুরী অন্তর দিয়ে বিশ্বাস করি বিরল বোচাগঞ্জের প্রতিটি মানুষ আমার আত্মীয়।
সম্প্রতি ঘটনায় কূচক্রি মহলের কালো থাবায় জীবন মহলের সবকিছু ভেঙ্গে তছনছ হয়ে গেছে। সম্পদ নষ্ট হওয়ার চেয়ে আমি বহুগুণ কষ্ট পেয়েছি কারন তারা আমার ব্যক্তিগত চরিত্র নিয়ে নানা কুৎসা রটিয়েছে। তাঁদের কথা বিশ্বাস না করে যারা আমাকে সান্তনা দিয়েছেন তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি বিশ্বাস করি অতীতের মতো পাশে থেকে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সেবক পাটির হাতকে শক্তিশালী করবেন। সেবক পাটি সর্বদা সকল সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে থাকবে।আমার যত কষ্ট হোক না কেন আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকব। শারদীয় পূজার এই সুন্দর সময়ে সনাতনী ভাই-বোনদের মুখে হাসি দেখে আমরা সকলে গর্বিত।
সেবক পাটি সকলের সঙ্গী হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন সেবক পাটির সদস্য সাবিনা ইয়াসমিন.মজিবর রহমান সাবিনা ইয়াসমিন প্রমুখ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।