নাটোরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

নাটোরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

28 September, 2025 | সময়: 4:23 pm

সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি রোধের প্রত্যয়ে জেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আসমা শাহীন।

সহকারী কমিশনার মো. রাসেদুজ্জামানের সঞ্চালনায় সভায় তথ্য অধিকার আইন- উপস্থাপন করেন, জেলা তথ্য অফিসার মো. আ. আব্দুল আওয়াল।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সমাজ সেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা প্রমুখ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।