পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ সন্ত্রাসী নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াট জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতসমর্থিত ১৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।
শনিবার এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান (আইবিও) পরিচালনা করা হয়। এতে ‘ভারতের পৃষ্ঠপোষকতায় থাকা ফিতনা আল খারিজ’ নামের খারিজি গোষ্ঠীর উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হয়।
আইএসপিআর জানিয়েছে, অভিযানে সেনারা সন্ত্রাসীদের অবস্থান সফলভাবে টার্গেট করে, যার ফলে ১৭ জন ভারতসমর্থিত খারিজি নিহত হয়।
ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহতরা অতীতে বহুবার নিরাপত্তা বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং নিরীহ বেসামরিক মানুষদের ওপর হামলায় জড়িত ছিল বলে জানানো হয়।
অভিযান-পরবর্তী এলাকায় এখনো অভিযান চলছে, যাতে অন্য কোনো ভারত-সমর্থিত খারিজি লুকিয়ে থাকলে তাকে নির্মূল করা যায়।
আইএসপিআর জানিয়েছে, ভারত-সমর্থিত সন্ত্রাসবাদের মূল উৎসমূল উপড়ে ফেলতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি লাক্কি মারওয়াটে সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।
সূত্র : ডন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।