ফুলবাড়ীতে ৬২টি পূঁজা মন্ডবের মধ্যে ১৭টি ঝুঁকিপূর্ন

ফুলবাড়ীতে ৬২টি পূঁজা মন্ডবের মধ্যে ১৭টি ঝুঁকিপূর্ন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় শুরু হয়েছে হিন্দুধর্মালম্বীদের সবথেকে বড় ধর্মিও উৎসব শারদিও দূর্গাপূঁজা।
উপজেলার কেন্দ্রিয় কালিমন্দির পূজামন্ডবের পুরোহিত বিকি শর্মা জানায় রোববার সকাল ৯টায় সষ্টিপূঁজার মধ্যদিয়ে পূঁজার আনুষ্ঠিানিকতা শুরু হয়েছে, দশমির বিজয়া দিয়ে শেষ হবে।
এদিকে উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ৬২টি পূঁজা মন্ডবে অনুষ্ঠিত হচ্ছে এ দূর্গাপূঁজা, এর মধ্যে ১৭টি পূঁজা মন্ডবকে ঝুঁকিপুর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। নেয়া হয়েছে বাড়তী নিরাপত্তাও।
উপজেলা পূঁজা উদযাপন কমিটির আহবায়ক আনান্দ কুমার গুপ্তা জানায়, উপজেলার পৌর এলাকায় ১৫টি, এলুয়াড়ী ইউনিয়নে ৫টি আলাদিপুর ইউনিয়নে ৫টি, কাজিহাল ইউনিয়নে ৩টি, বেতদিঘী ইউনিয়নে৩টি, খয়েরবাড়ী ইউনিয়নে ৯টি দৌলতপুর ইউনিয়নে ৫টি ও শিবনগর ইউনিয়নে ১৭টি। উপজেলার প্রতিটি পূঁজা মন্ডবে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে, যাতে শান্তিপূর্নভাবে দূগা উৎসব শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী বলেন শারদিও দূর্গা পূঁজার জন্য প্রতিটি পূঁজা মন্ডবে পুলিশের পাশাপাশি সর্বক্ষনিক আনসার সদস্য নিয়োগ করা হয়েছে, এছাড়া রয়েছে পুলিশের বিশেষ টিম ও সেনা বাহিনীর টহলটিম টিম, যাতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় শারদিও দূর্গা পূজা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।