সমৃদ্ধ গাইবান্ধা বিনির্মানে ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সমৃদ্ধ গাইবান্ধা বিনির্মানে ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধিঃ সমৃদ্ধ গাইবান্ধা বিনির্মানে ব্যবসায়িক প্রতিবন্ধকতা ও অর্থনীতি পুনরুদ্ধার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্টির আয়োজনে শহরের সুখনগর এলাকায় নিজ কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি মো. সামিউল হুদা সুমেলের সভাপতিত্বে এবং পরিচালক কায়সার আলী বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্টির পরিচালক আব্দুল লতিফ হক্কানী, সভাপতি সামিউল হুদা সুমেল ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. আমিনুল ইসলাম। এছাড়াও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্টির সহ-সভাপতি তৌহিদুর রহমান মিলন, আবু বক্কর সিদ্দিক স্বপন, পরিচালক সাহিদাৎ দোহা চৌধুরী সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলার আমদানী রপ্তানিকারক, সার, জুয়েলারি ব্যবসায়ীর নেতাগনসহ ২৫ থেকে ৩০টি ব্যবসায়িক ও উদ্যোগক্তা সংগঠনের নেতারা অংশ নেয়।
বক্তারা বলেন, গাইবান্ধা অবহেলিত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। দীর্ঘদিনের দাবী সত্ত্বেও এখানে কলকারখানা, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি। আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যাতে এই অবহেলিত জেলার দিকে সুদৃষ্টি দেওয়ার দাবী জানানো হয়। সেইসাথে সংবাদকর্মীসহ ব্যবসায়িক নেতারা জেলার নানা রকম সমস্যা তুলে ধরে তা সমাধানের মতামত ব্যক্ত করেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।