ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৪, পোল্যান্ডের আকাশসীমা বন্ধ

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৪, পোল্যান্ডের আকাশসীমা বন্ধ
ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১২ বছর বয়সী এক শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ হামলায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। কিয়েভের আকাশসীমায় সর্তকবার্তা জারি হয়েছে।
স্থানীয় সময় রোববারের এ হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
এদিকে রাশিয়া ইউক্রেনে নতুন করে হামলা শুরু করার পর একে ‘অপরিকল্পিত সামরিক কার্যকলাপ’ উল্লেখ করে পোল্যান্ড রাজধানী ওয়ারশের দক্ষিণ-পূর্বে আকাশসীমার কিছু অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
আলজাজিরা লিখেছে, ডেনমার্ক এবং নরওয়েতে রুশ বাহিনীর ড্রোনের উপস্থিতির প্রতিক্রিয়ায় বাল্টিক সাগরে ন্যাটোর প্রস্তুতিমূলক উদ্যোগের পর রোববার পোল্যান্ডের আকাশসীমা বন্ধ করে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসন বলছে, একজনের লাশ উদ্ধারের পর আরও তিনজনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। হামলায় অন্তত ১৫টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক আবাসিক ভবনে ড্রোন হামলা হয়েছে।
সামরিক প্রশাসন জানিয়েছে, সকালেও আক্রমণ অব্যাহত থাকায় কিয়েভের কিছু বাসিন্দা নিরাপত্তার জন্য গভীর ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে পালিয়ে যান।
এক্সে পোস্ট করা এক বিবৃতিতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, রাশিয়া রাতভর শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলায় আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং বেসামরিক লোক আহত ও নিহত হয়েছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।