দিনাজপুরে হাতের লেখায় ইতিহাস গড়লো হাতের লেখা সুন্দর করার “শৈল্পিক কৌশল” প্রশিক্ষক টীম

দিনাজপুরে হাতের লেখায় ইতিহাস গড়লো হাতের লেখা সুন্দর করার “শৈল্পিক কৌশল” প্রশিক্ষক টীম

29 September, 2025 | সময়: 11:21 am

দিনাজপুর প্রতিনিধি : মাত্র ৭ দিনে হাতের লেখা সুন্দর করে ইতিহাস গড়ে তুলেছে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের বলতৈর গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান চাইল্ড হ্যাভেন মডেল স্কুল এন্ড কলেজের ৪০০ জন শিক্ষার্থী ও ২৫ জন শিক্ষক।

চাইল্ড হ্যাভেন মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ২২ সেপ্টেম্বর ২০২৫ হতে ২৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সপ্তাহব্যাপি সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন ইন্টারন্যাশনাল হ্যান্ডরাইটিং ট্রেইনার এসোসিয়েশেনর সদস্য ও “শৈল্পিক কৌশল” প্রশিক্ষক টীমের উদ্ভাবক, প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মোঃ ইসমাইল সরকার আকাশ।

প্রধান প্রশিক্ষক ইসমাইল সরকার আকাশ প্রশিক্ষণের উপকরণ হিসেবে ব্যবহার করেছেন তার স্বহস্তে লেখা ১০টি বই। সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন আব্দুর রহমানসহ “শৈল্পিক কৌশল” টীমের অন্যান্য প্রশিক্ষকবৃন্দ।

শৈল্পিক কৌশল প্রশিক্ষক টীমের প্রধান প্রশিক্ষক মোঃ ইসমাইল সরকার আকাশ জানান, তিনি ২০০৫ সাল থেকে শিক্ষার্থী এবং ২০১৭ সাল থেকে শিক্ষক প্রশিক্ষণ সেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন।

সারা বাংলাদেশে এ পর্যন্ত ৩৯৩টি প্রতিষ্ঠানে প্রায় ৭ হাজার ২০০ শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছেন। তিনি জানান, সুযোগ পেলে সারা বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারিপ্রতিষ্ঠানে, তাদের ম্যাজিক মেথডে কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

দিনাজপুরে এই প্রশিক্ষণের আয়োজন করে সদর উপজেলার বলতৈর গ্রামের চাইল্ড হ্যাভেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ কৌশিক দাশ।

কৌশিক দাস জানান, প্রতি বছর এরকম কার্যক্রম চালিয়ে সুফল না পাওয়ায় এবার স্বনামধন্য শৈল্পিক কৌশল টীমকে দায়িত্ব দেই। এই টীমের প্রধান প্রশিক্ষক মোঃ ইসমাইল সরকার আকাশের আন্তরিক চেষ্টায় এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীর হাতের লেখা সুন্দর ও চমৎকার হয়েছে। আমি মনে করি, আমাদের সবাইকে জীবনে একবার হলেও ইসমাইল সরকার আকাশের প্রশিক্ষণ গ্রহণ করা উচিৎ। এতে আমরা খুবই উপকৃত হবো।

অনুষ্ঠানের প্রথম দিন অভিভাবকদের প্রশিক্ষণ দেওয়া হয়। অভিভাবকদের উৎসাহ ও উদ্দীপনায় উৎসবমূখর হয়ে উঠে প্রতিষ্ঠানটি। প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলেই উৎফুল্ল। তারা সকলেই এই কার্যক্রমের সাফল্য কামনা করেছেন।

প্রশিক্ষণের সমাপনি দিনে সুন্দর হাতের লেখা প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানান, আমরা আকাশ স্যার প্রশিক্ষণ গ্রহণ করে খুবই উপকৃত হয়েছি। শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর করতে হলে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ইসমাইল হোসেন আকাশ স্যারের মাধ্যমে প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।