নিজেকে ‘ভার্জিন’ দাবি, খুব শিগগিরই বাবা হতে চান সালমান

নিজেকে ‘ভার্জিন’ দাবি, খুব শিগগিরই বাবা হতে চান সালমান

29 September, 2025 | সময়: 10:31 am

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান আবারও আলোচনায় এসেছেন তার ব্যক্তিগত জীবনকে ঘিরে। সম্প্রতি অ্যামাজন প্রাইমের নতুন শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি এবং আমির খান। অনুষ্ঠানে সালমান খোলাখুলি নিজের ব্যক্তিগত জীবন ও প্রেমের বিষয়ে নানা গল্প শেয়ার করেন।

টুইঙ্কল খান্নার মজার প্রশ্নে সালমান নিজেকে ‘ভার্জিন’ বলে দাবি করেন এবং সম্মতি দেন। এর আগে ২০১৩ সালে করণ জোহরের ‘কফি উইথ করণ’-এও তিনি একই দাবি করেছিলেন। সালমান বলেছিলেন, তিনি নিজের জন্য সেই সঙ্গীকে রাখছেন, যাকে একদিন বিয়ে করবেন।

প্রেমিকাদের প্রসঙ্গ উঠলে সালমান জানান, কিছু সম্পর্ককে তিনি সচেতনভাবে এড়িয়ে চলেন যাতে পুরোনো সম্পর্কের ছায়া না পড়ে। তবে তার সাবেকা সম্পর্কও তার জীবনে গুরুত্বপূর্ণ, যেমন সঙ্গীতা বিজলানি। সালমান প্রেম এবং বিচ্ছেদের বিষয়েও বলেন, “যখন একজন দ্রুত এগোয়, সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক টেকাতে হলে দুজনকে একসাথে এগোতে হয়।”

সম্প্রতি সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার খবরের মাঝেই, সালমান প্রকাশ্যভাবে জানালেন, বাবা হওয়ার আকাঙ্ক্ষা তার মনের মধ্যে জীবিত আছে। তিনি অকপটে বলেন, “সন্তান তো হবেই, একদিন। খুব শিগগিরই হবে।”

পর্দায় এবার তাকে দেখা যাবে নতুন ছবিতে ‘ব্যাটল অফ গালওয়ান’-এ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।