বস্ত্র ও খাদ্য বিতরণ করলেন দেবোত্তর এস্টেটর উপদেষ্টা রণজিৎ কুমার রায়

বস্ত্র ও খাদ্য বিতরণ করলেন দেবোত্তর এস্টেটর উপদেষ্টা রণজিৎ কুমার রায়

30 September, 2025 | সময়: 8:10 pm

স্টাফ রিপোর্টার ॥ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার রাজাপুকুর কাউগা মোড় সংলগ্ন ঐতিহ্যবাহী পূজা মন্ডপ হরিমনি দাস্যা দেবোত্তর এস্টেটের মন্দির প্রাঙ্গণে সার্বজনীন শারদীয় দুর্গা পূজার মহাষ্টমী উপলক্ষ্যে কমিটির উপদেষ্টা রণজিৎ কুমার রায় এর নিজস্ব অর্থায়নে তার স্বর্গীয় পিতা-মাতা’র আত্মার শান্তি কল্পে হত-দরিদ্র, অসহায় প্রবীন নারীদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে হরিমনি দাস্যা দেবোত্তর এস্টেটের সভাপতি নব কুমার সাহা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা মদন চন্দ্র দাস, সঞ্জিৎ কুমার রায়, সদস্য রতন মহন্ত, ভবেশ চন্দ্র রায় ও আনসার বাহিনী কর্মকর্তা মোঃ ইমরান।

স্বাগত বক্তব্য রাখেন রাজাপুকুর কাউগা মোড় সংলগ্ন সার্বজনীন দুর্গোৎসবের সভাপতি জগদিশ চন্দ্র রায়। উপদেষ্টা রণজিৎ কুমার রায় তার বক্তব্যে বলেন, প্রতি বছর দূর্গা পূজায় আমার পরিবারের পক্ষ থেকে আমাদের নিজস্ব অর্থায়নে স্বর্গীয় আমার পিতা ও মাতার স্বর্গবাস কামনা করে প্রবীন, দুঃস্থ্য নারীদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি।

যদি আগামীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আমার উদ্যোগের পাশাপাশি তারাও যদি সাহয্যের হাত বাড়ায় তাহলে আগামীতে আমরা আরও অসহায়, প্রবীন, দুঃস্থ্য জনগোষ্ঠীর মাঝে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারব।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।