সীরাতুন নবী (সা.) উপলক্ষে দিনাজপুর জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

সীরাতুন নবী (সা.) উপলক্ষে দিনাজপুর জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

30 September, 2025 | সময়: 8:07 pm

দিনাজপুর প্রতিনিধি : সীরাতুন নবী (সা.) উপলক্ষে দিনাজপুর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বাদ মাগরিব জেলা জামায়াত কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির সিরাজুস সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, একমাত্র আল্লাহ প্রদত্ত আল কুরআনের বিধানই এই সমাজকে পরিবর্তন করতে সক্ষম। এমন একটি সরকার দরকার, যে দলের উপর থেকে নিচ পর্যন্ত সবাই সৎ হবে। আর এমন সরকারের পক্ষেই সমাজের কুরআনের কায়েম করা সম্ভব। সুতারাং একটি শোষনমুক্ত সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে হলে সৎ মানুষের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

দিনাজপুর শহর জামায়াতের সেক্রেটারি মোঃ কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য অন্যান্যের মধ্যে রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ হাবিপ্রবির কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মোঃ শোয়াইবুর রহমান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাড. তোজাম্মেল হক বকুল, মোঃ সোহেল রানা প্রমূখ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।