বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

1 October, 2025 | সময়: 9:40 pm

দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জে মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় খোশবুল আলম(৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (১ অক্টোবর) ভোরে উপজেলার দিনাজপুর -ঠাকুরগাঁও মহাসড়কের জননী ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খোশবুল আলম পৌরসভার মাকড়াই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৬টার দিকে রাস্তার ধার দিয়ে হাটার সময় দিনাজপুর থেকে ছেড়ে আাসা ঠাকুরগাঁও গামী একটি পিকআপ ভ্যান খোশবুল আলমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ভর্তির পরামর্শ দেন।

মাথায় গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের এসআই আনসারুল ইসলাম জানান, বৃদ্ধ খোশবুল আলম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। এঘটনায় একটি পিক-আপটিকে স্থানীরা আটক করলেও চালক পালিয়ে গেছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।