চিরিরবন্দরে বেলতলী বাজারস্থ বাড়িতে দুধর্ষ চুরি

চিরিরবন্দরে বেলতলী বাজারস্থ বাড়িতে দুধর্ষ চুরি

2 October, 2025 | সময়: 3:07 pm

চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বেলতলী বাজারস্থ একটি বাড়িতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
গত ১ অক্টোবর বুধবার দিবাগত রাত অ আনুমানিক সাড়ে ১০ টা হতে ১১ টার মধ্যে ব্যবসায়ী দীপক দাসের বাড়িতে এ চুরি সংঘটিত হয়।

বাড়ির মালিক ব্যবসায়ী দীপক দাস জানান, পাশ্ববর্তি লালদিঘী পূজা মন্ডপে অবস্থানের কারনে বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা প্রাচীর টপকিয়ে প্রবেশ করে ঘরের দরজা ভেঙ্গে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়।

সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দেন।

বাজারের ব্যবসায়ীগণ জানান, বেশ কিছু মাস যাবত স্থানীয় কয়েকজন চিহ্নিত চোর এ বাজারে গভীর রাত পর্যন্ত আড্ডা মারে। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও বাজারস্থ বাড়ির মালিকদের মাঝে আতংক বিরাজ করছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।