দিনাজপুরে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গাপূজার সমাপ্তি

দিনাজপুরে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গাপূজার সমাপ্তি

2 October, 2025 | সময়: 8:21 pm

দিনাজপুর সংবাদাতা : থেকে দিনাজপুরে থেমে থেমে বৃষ্টি হলেও তাপমিত্রা ছিল বেশ গরম। প্রশাসনের নজরদারি পুলিশি কঠোর নিরাপত্তা ও মনোনয়ন প্রার্থীদের শুভেচ্ছা বিনিময় ও পানি বিতরণের মধ্য দিয়ে দিনাজপুরে শান্তিপূর্ণভাবে হিন্দু সম্প্রদায়ের মহা উৎসবের বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।

দুপুরে ২টা থেকে পূর্ণভবা নদী, সুখ সাগর, গবেশেশ্বরীসহ বিভিন্ন নদীতে প্রতিমা বিসর্জন দিয়ে দুর্গাদেবীকে শেষ বিদায় জানায় হিন্দু সম্প্রদায়। দিনাজপুরে পূর্ণভবা নদীতে সবচেয়েবেশি প্রতিমা বিসর্জন করা হয়। এবার প্রতিমা বিসর্জনে মহিলাদের অংশগ্রহণ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে।

প্রতিমা নদীতে নিয়ে যাবার সময় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মো: রিসালাত ইসলাম সজীব, জেলা বিএনপির নেতা বখতিয়ার আহমেদ কচি,জেলা জামায়াতের নেতা অ্যাড মো: মাইনুল আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হীরা প্রতিমা বিসর্জনকারী হিন্দু সম্প্রদায়ের মধ্যে পানি বিতরণ করেন।

লক্ষ্য করা গেছে, যেসব রাস্তা দিয়ে প্রতিমা নিয়ে যাওয়া হয়েছে প্রতিটি রাস্তায় জামাত-বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেয় এবং নিরাপত্তার সাথে নিমতলা,গণেশতলা, মডার্ন মোড়, ঘাসিপাড়া হয়ে নদীর অভিমুখে রওনা হয় প্রতিমাগুলো। পুলিশ ও র‍্যাবের ছিল করা নিরাপত্তা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।