দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের দিনাজপুর স্পোর্টস ভিলেজে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের সকল সদস্য ও প্রবীণ ফুটবলারদের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সভায় গত এক বছরের ক্লাবের বিভিন্ন কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ক্লাবকে আরও গতিশীল করতে এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসারে বিশেষ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপস্থিত সকল সদস্য ক্লাব পরিচালনার ক্ষেত্রে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ও স্থানীয়ভাবে তুখোড় খেলোয়াড় বৃন্দ।
দিনাজপুর সোনালী অতীতের নতুন কমিটি দুই বছরের জন্য ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু তাহের আবু, সাধারণ সম্পাদক হয়েছেন মো. নুর আলম হক খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন মাসুদ রানা, মুস্তাকিম আহমেদ, লিটু, ওয়াসি আহমেদ, ইকবাল, বোম্বাই, শামীম সহ আরও অনেক খেলোয়াড় বৃন্দ।
সভায় ক্লাবের সভাপতি প্রবীণ ফুটবলারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তরুণ প্রজন্মকে ফুটবলের প্রতি আগ্রহী করে তুলতে সোনালী অতীত ক্লাবের ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। তুখোর খেলোয়াড়রা বলেন, “সকলের সক্রিয় সহযোগিতা এবং সমর্থন ছাড়া ক্লাবকে এই পর্যায়ে নিয়ে আসা সম্ভব ছিল না। গত বছর ফুটবলের ঐতিহ্য ধরে রাখতে এবং তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। সোনালী অতীত শুধু খেলার নাম নয়, এটি আমাদের ঐতিহ্য এবং প্রেরণার নাম।”
তারা আরও বলেন, “শুধু অতীত নিয়ে বসে থাকলে হবে না। আমাদের মনে রাখতে হবে, ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে তৃণমূল পর্যায়ে কাজ করা কতটা জরুরি। আজকের সভায় পেশ করা আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় সেই লক্ষ্যই প্রতিফলিত হয়েছে। আমরা আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই কাজ সফলভাবে সম্পন্ন করতে পারব।”
সভায় আরও উল্লেখ করা হয়, “ফুটবল আমাদের আবেগের জায়গা। এই ক্লাব আমাদের দ্বিতীয় পরিবার। ক্লাব এবং ফুটবলের উন্নয়নে সকলের মূল্যবান মতামত ও পরামর্শকে স্বাগত জানাই। আসুন, আমরা সকলে মিলে সোনালী অতীত ফুটবল ক্লাবকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাই।”
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।