গাইবান্ধায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

4 October, 2025 | সময়: 5:46 pm

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে গাইবান্ধা প্রেস ক্লাবের উদ্যোগে কাচারী বাজার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু ও খালেদ হোসেন, যুগ্ম সম্পাদক জাভেদ হোসেন, মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য লালচান বিশ্বাস সুমন, জোবায়দুর রহমান জুয়েল, সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. রেদওয়ানুর রহমান, পলাশবাড়ী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সাংবাদিক রবিউল ইসলাম, মেহেদী বাবু ও সোহরাব হোসেন শিরল প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথ এবং কর্মকর্তা বেলাল আহমেদের দূর্ণীতির খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার এবং দুই দূর্ণীতিবাজ কর্মকর্তাকে দ্রুত গ্রেফতারের দাবী জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবী পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথ বাদী হয়ে মুক্তখবর পত্রিকার জেলা প্রতিনিধি দিশা আক্তার, আমাদেরসময় পত্রিকার জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন খন্দকারের নামে গাইবান্ধা সদর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।