দিনাজপুরে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এর সাথে শুভেচ্ছা ও মত বিনিময়

দিনাজপুরে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এর সাথে শুভেচ্ছা ও মত বিনিময়

4 October, 2025 | সময়: 4:41 pm

দিনাজপুর প্রতিনিধি : ৪ অক্টোবর-২০২৫ শনিবার ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর দিনাজপুর জেলায় আগমন উপলক্ষে দিনাজপুর সার্কিট হাউজে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি দিনাজপুর জেলার পক্ষ থেকে অতিথিকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং সেই সাথে মত বিনিময় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ জানে আলম ও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি দিনাজপুর জেলার সহ-সভাপতি কাওছার আহমাদ, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলামসহ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি দিনাজপুর জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।