শ্বশুর কর্তৃক যৌন হয়রানির ঘটনায় নিহত গৃহবধূর স্বামী আটক

শ্বশুর কর্তৃক যৌন হয়রানির ঘটনায় নিহত গৃহবধূর স্বামী আটক
রংপুরে শ্বশুর কর্তৃক ছেলের বউকে ধর্ষণ ও যৌন হয়রানি পরবর্তী গৃহবধূ মৃত্যুর ঘটনায় সোহানকে আটক করেছে পুলিশ। আটক সোহান নিহত ওই গৃহবধূর স্বামী। তাকে পঞ্চগর জেলার সদর থানার মিলগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম তোফায়েল আহমেদ।
সংবাদ সম্মেলন ও মামলা সূত্রে জানা যায়, সাড়ে তিন বছর পূর্বে বদরগঞ্জ থানার নাটারাম এলাকার মেনাজুল হকের মেয়ে মিতু আক্তারের (২২) সঙ্গে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার বালাপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে সোহান মিয়ার সঙ্গে বিয়ে হয়। সংসার জীবনে ১০ মাসের ছেলে সন্তান রয়েছে তাদের। সংসার জীবনে ছেলের বউ মিতুর আক্তারের ওপর শ্বশুর রাজা মিয়ার কুনজর পরে। বাড়িতে একা পেলেই শ্বশুর রাজা মিয়া ছেলের বউ মিতু আক্তারকে যৌন নিপীড়নসহ ধর্ষণ করত।
শ্বশুরের লালসার শিকার ভুক্তভোগী মিতু তার স্বামী সোহানসহ পরিবারের অন্যদের জানালেও তারা কোনো প্রতিকার করেনি উল্টো ওই ঘটনার কথা কাউকে না বলার জন্য হত্যাসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকি প্রদান করে। ভুক্তভোগী মিতু আক্তার অতিষ্ঠ হয়ে শ্বশুরের যৌন হয়রানির ঘটনা গোপনে মোবাইল ফোনে ভিডিও করে। সেই ভিডিও তার ভাইয়ের কাছে পাঠিয়ে দেন।
এরপরেই বিষয়টি জানাজানি হলে গৃহবধূ মিতুর ওপর নির্যাতন বেড়ে যায়। গত ২৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ভুক্তভোগীর পরিবারকে মোবাইল ফোনে জানায় মিতু গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পরিবারের লোকজন এসে দেখে লাশ খাটুলিতে রাখা হয়েছে এবং গলায় ফাঁস দেওয়ার কোনো চিহ্ন নাই। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে নিহত গৃহবধূর পরিবার। ঘটনার পর থেকেই নিহত মিতু আক্তারের শ্বশুর, স্বামী, শাশুড়িসহ পলাতক রয়েছে।
এ ঘটনায় নিহত মিতুর পিতা মেনাজুল হক গত ১ অক্টোবর রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে রংপুরে শ্বশুর কর্তৃক যৌন লালসার শিকার গৃহবধূ হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধ করে নিহতের পরিবার এবং এলাকাবাসী। এরপরেই তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে নিহত ওই গৃহবধূর স্বামী সোহানকে গ্রেফতার করে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম তোফায়েল আহমেদ বলেন, গ্রেফতার সোহানকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। সেই সঙ্গে অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।