অ্যানড্রয়েড ফোনেও চালু হচ্ছে এআই এডিটিং ফিচার

অ্যানড্রয়েড ফোনেও চালু হচ্ছে এআই এডিটিং ফিচার

5 October, 2025 | সময়: 6:14 pm

গুগল ফটোসের এআই এডিটিং ফিচারটি আগে শুধুমাত্র পিক্সেলে ছিল। শিগগির সব ধরনের অ্যানড্রয়েড ফোনেও এই ফিচারটি পাওয়া যাবে। এর মাধ্যমে প্রাকৃতিক ভাষা ব্যবহার করে ছবি সম্পাদনা করার সুযোগ রয়েছে।

গুগল জানিয়েছে, অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীরা এখন ভয়েস বা টেক্সট ব্যবহার করেই নিজেদের পছন্দের এডিটগুলো বর্ণনা করতে পারবেন।

এতে নির্দিষ্ট এডিটিং টুল বা অ্যাপের মধ্যে কোথায় পাওয়া যাবে তা না জেনেই ছবি এডিট করা সহজ হবে।
জেমিনি পরিচালিত এই ফিচারটি প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন পিক্সেল ১০ ডিভাইসে পাওয়া যাচ্ছে। এখন তা অন্যান্য অ্যানড্রয়েড ফোনেও চালু করা হচ্ছে। ফিচারটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য ইংরেজিতে পাওয়া যাচ্ছে।

গুগল আরো জানায়, অ্যান্ড্রয়েডে গুগল ফটোসে সিটুপিএ কন্টেন্ট ক্রেডেনশিয়াল রয়েছে। এ টুলের মাধ্যমে শনাক্ত করা যাবে যে কখন একটি ছবি এআই দিয়ে তৈরি বা পরিবর্তন করা হয়েছে।

তবে শর্ত হচ্ছে, ব্যবহারকারীকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে, গুগল অ্যাকাউন্ট ইংরেজি ভাষায় থাকতে হবে, ‘ফেইস গ্রুপ’ চালু থাকতে হবে এবং ‘লোকেশন এস্টিমেট’ অন রাখতে হবে।

ফিচারটি ব্যবহারের জন্য অ্যাপের ‘এডিটর’ অপশনে গিয়ে ‘হেল্প মি এডিট’ বাটনে ক্লিক করতে হবে।

এরপর ভয়েস বা টেক্সটের মাধ্যমে ব্যবহারকারী জানাতে পারবেন ঠিক কী পরিবর্তন চান তিনি। যেমন, ছবির ব্যাকগ্রাউন্ডের মানুষ সরানো, ছবির রং উজ্জ্বল করা, আলোর ঝলক কমানো বা অন্য যে কোনো কিছু।
কম্পানিটির দাবি, কনভারসেশনাল এডিটিং ফিচার কাজ করছে এর উন্নত জেমিনাই এআইয়ের মাধ্যমে। এডিট সম্পন্ন হলে ব্যবহারকারীর সামনেই একই ছবির আগের ও পরের ভার্সন দেখানো হবে। এর ফলে ব্যবহারকারী তুলনা করে পছন্দসই ছবি বেছে নিতে পারবেন।

গুগল বলছে, এআইনির্ভর এই ফিচার ব্যবহারকারীদের ছবি এডিটকে আরো সহজ ও স্বাভাবিক করে তুলবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।