কাহারোলে স্ত্রী শাশুড়ি ও শশুরকে কুপিয়ে জখম, মেডিকেলে জামাইর মৃত্যু

কাহারোলে স্ত্রী শাশুড়ি ও শশুরকে কুপিয়ে জখম, মেডিকেলে জামাইর মৃত্যু

5 October, 2025 | সময়: 7:57 pm

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখমের পর ধানক্ষেতে ঘাতক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তবে তিনি আত্মহত্যা করেছেন, নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে এলাকায় গুঞ্জন চলছে।

রোববার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ১নং ডাবর ইউনিয়নের শংকরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম সুব্রত রায় (৩০) উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের হাসুয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের (হেপা) ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সুব্রত রায় সকালে শ্বশুরবাড়িতে গিয়ে প্রথমে স্ত্রী ও পরে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এর পর তিনি পার্শ্ববর্তী একটি ধানক্ষেতে গিয়ে নিজেই গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসী ধানক্ষেতে গলাকাটা অবস্থায় সুব্রতকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে কাহারোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়।

কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, ট্রিপল নাইনে ফোন করার পর কাহারোল থানা পুলিশ সেখান থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে কাহারোল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার গুরুতর জখম সুব্রতকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথেই তার মৃত্যু হয়। এটা পরিকল্পিত হত্যা না আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।