চিলমারীতে প্রধান সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগে অর্ধলক্ষাধিক মানুষ

চিলমারীতে প্রধান সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগে অর্ধলক্ষাধিক মানুষ
মাসের পর মাস, কেটে যায়, বছরেও দুর হয়নি দুর্ভোগ। ড্রেনেজব্যবস্থা নাজুক সাথে জলাবদ্ধতা বিপাকে স্থানীয়রাসহ অর্ধলক্ষাধিক মানুষ। সামান্য বৃষ্টি হলেই চিলমারী-কাশিমবাজার প্রধান সড়কে পানি আটকে সৃষ্টি হয় জলাবদ্ধতা, একদিন সামান্য বৃষ্টি হলেই থাকে টানা কয়েকদিন। ভোগান্তি নিয়ে প্রতিদিন অর্ধলক্ষাধিক মানুষকে করতে হয় যাতায়াত। দুর্ভোগ মাথায় নিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসায় যেতে হচ্ছে হাজারো শিক্ষার্থীদের। একাধিকবার আবেদন করেও ফল পাচ্ছেনা এলাকাবাসী। নিরব ভূমিকা নিয়ে সময় পার করছেন কর্তৃপক্ষ, সঠিক নজর নেই স্থানীয় প্রশাসনের।
জানা গেছে, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা সদর থানাহাট বাজার ও কাশিমবাজার প্রধান সড়কটি দীর্ঘদিন থেকে বেহাল দশায় পরিনত। সামান্য বৃষ্টি হলেই সড়কে সবুজপাড়া এলাকায় সড়কে পানি আটকে সৃষ্টি হয় জলাবদ্ধতা। সৃষ্টি জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হয় যাতায়াতকারী মানুষকে। এই পথ দিয়ে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ, সিনিয়র আলিম মাদ্রাসা, শাখাহাতি ২নং সরকারী প্রাঃ বিদ্যাঃসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার হাজারো শিক্ষার্থীদের দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে প্রতিনিয়ত।
জলাবদ্ধতার কারনে সৃষ্টি গর্ত আটকে দিচ্ছে যানবাহনের গতি অনেক সময় যাচ্ছে উল্টে। ফলে মাসের পর মাস বছর ঘুরে বছর কমছে না ভোগান্তি, দিনের পর দিন বেড়েই চলছে দুর্ভোগ। শিক্ষার্থী মহসিনা বলেন, সামান্য বৃষ্টি হলেই এই সড়কে সবুজপাড়া এলাকায় চলাচল করা কঠিন হয়ে পড়ে অনেক সময় নষ্ট হয়ে যায় কাপড়।
কলেজ শিক্ষক সহ-অধ্যাপক আব্দুর রহমান বলেন, ১দিন বৃষ্টি হলেই সবুজপাড়া মোড় থেকে শুরু করে দুই পাশের সড়কে যেভাবে পানি জমে থাকে হাটাচলা মুশকিল হয়ে পড়ে বেশ কয়েকদিন। অটো চালক আঃ রহিম বলেন, পানি জমে থাকার কারনে সড়কের বেশকিছু যায়গায় গর্ত সৃষ্টি হওয়ায় গাড়ি নিয়ে খুব সাবধানে চলতে হয় একটু এদিক সেদিক হলে উল্টে যাওয়ার বেশি সম্ভবনা থাকে। অতিসত্বর সমস্যার সমাধান করার আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, ড্রেনেজব্যবস্থা উন্নতি করলে আশা করি সমস্যার আর থাকবে না।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।