নওগাঁর পোরশা সীমান্তে মালিক বিহীন ভারতীয় মহিষ আটক

নওগাঁর পোরশা সীমান্তে মালিক বিহীন ভারতীয় মহিষ আটক
নওগাঁর পোরশা সীমান্তে মালিক বিহীন তিনটি ভারতীয় মহিষ আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি নিতপুর বিওপির টহল দল।
রোববার ভোরে এসআইপি, আরআইবি এবং সিভিল সোর্স এর তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২২৯ হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর পাকা রাস্তার উপর থেকে স্টিয়ারিং গাড়ি সহ মহিষ গুলি আটক করা হয়।
টহল কমান্ডার হাবিলদার আব্দুল রসুল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে মালিক বিহীন ২টি মাঝারি, ১টি ছোট ভারতীয় মহিষ ও ১টি স্টারিং গাড়ি আটক করেন।
আটককৃত স্টিয়ারিং সহ মহিষগুলির আনুমানিক সিজার মূল্য ১১ লক্ষ টাকা। নিতপুর বিওপি কোম্পানী কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং আটককৃত ভারতীয় মহিষ ০৩ টি ও স্টিয়ারিং গাড়ি কাস্টমে জমা করা হয়েছে বলে জানান।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।