নাটোর পাখি শিকারে বাধা দেওয়ায় যুবকের গুলি

নাটোর পাখি শিকারে বাধা দেওয়ায় যুবকের গুলি
নাটোরের লালপুরে পাখি শিকারে বাধা দেওয়ায় রিপন কাজী (৩২) নামে এক যুবকের পেটে বন্দুক দিয়ে গুলি করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
রোববার (৫ অক্টোবর) সকালে কলসনগর কাজীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় পুলিশ জাহিদ, সামাউল ও আশরাফুল নামের তিন যুবককে আটক করেছে। আহত রিপন কাজী ওই গ্রামের আনছার কাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দিন সকালেই ভবানীপুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে জাহিদ, একরাম আলীর ছেলে আশরাফুল ও আব্দুল জলিলের ছেলে সামাউল মোটর সাইেকেলে করে এয়ারগান দিয়ে কলসনগর বিলে পাখি শিকার করতে আসে। রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তারা পাখি শিকারে আসলে রিপন কাজী বাধা দেয়। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে পাখি শিকার করা এয়ারগান দিয়ে রিপনের পেটে গুলি চালায় এক যুবক।
গুলিবিদ্ধ রিপনকে উদ্ধার করে লালপুর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসময় স্থানীয়রা পাখি শিকারি জাহিদ, সামাউল ও আশরাফুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।