নির্বাচন যারা বয়কট করেছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার

নির্বাচন যারা বয়কট করেছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার
রাত পোহালেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে এই নির্বাচনকে ঘিরে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। নির্বাচনে সরকারি হস্তক্ষেপ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।
নির্বাচনে ফিক্সিং হচ্ছে এমন অভিযোগ এনে কিছুদিন আগে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবালসহ আরো অনেকে।
নির্বাচনের এক দিন আগে আজ সরে দাঁড়ালেন ঢাকা বিভাগের জামালপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন থেকে মনোনয়নপত্র জমা দেওয়া সংগঠক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান।
অভিযোগ এনে প্রার্থীরা সরে দাঁড়ালেও সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আজ মিরপুরে সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেছেন, ‘এখানে (নির্বাচনে) যারা আসছেন না বা বয়কট করেছেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে যাচ্ছি।
এর বাইরে কোনো কথা বলব না।’
নির্বাচনে যুব ও ক্রীড়া উপদেষ্টা তাকে বাড়তি সহায়তা করছেন—এমন অভিযোগের বিষয়ে আমিনুল বলেছেন, ‘আমার ঠিক মনে নেই, কবে আমি বলেছি ক্রীড়া উপদেষ্টা আমাকে অনুরোধ করেছেন বা ক্রীড়া উপদেষ্টা সহযোগিতা করেছেন। এখানে তাকে আমি ধন্যবাদ দিতে চাই আরেকটা কারণে। গত মেয়াদে ক্রীড়া উপদেষ্টা আমাকে সহযোগিতা করেছেন।
তিনি একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ। আমি জানি তিনি রাজশাহীতে গিয়েছেন। শুধু সুষ্ঠু নির্বাচন নয়, চেষ্টা করেছেন যেন ভালো বোর্ড তৈরি করতে পারি। এখানে আমার কাছে প্রভাবের কিছুই মনে হয়নি।’
সভাপতির দায়িত্ব নেওয়ার সময় বিসিবিতে ‘কুইক টি-টোয়েন্ট’ খেলার কথা জানিয়েছিলেন আমিনুল।
এবার সেই ইনিংসটা হয়তো দীর্ঘায়িত হতে যাচ্ছে তার। বাংলাদেশ ক্রিকেটের স্বার্থেই এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয়েছে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে আমাকে চালিয়ে যেতে হবে। যারা আমাকে ভোট দিচ্ছেন বা দেবেন না, কিংবা আপনারা যারা আছেন, যদি মনে করেন যে আমি যথেষ্ট যোগ্য নই, তবে আমি যে কোনো সময় সরে যেতে প্রস্তুত। তবে আমার একটাই লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট।’
নির্বাচন পেছানোর জন্য এর অনেকটা হুমকি দিয়েছে ৪৮টি ক্লাব। যদি নির্বাচন না পেছায় তাহলে কোনো ধরনের ক্রিকেটে অংশ নেবে না বলে তারা জানায়। নির্বাচন পেছানোসহ আজ তিন দাবিতে প্রধান উপদেষ্টার কাছে চিঠিও দিয়েছেন অনেক সংগঠক।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।