পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১

পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১

5 October, 2025 | সময়: 7:23 pm

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দূঘটনায় কাঞ্চন বালা (৬৫) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। সিরাজ উদ্দীন (৮০) নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা উদ্ধার করে সিরাজউদ্দীন কে সৈয়দপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থা গুরুতর হওয়া তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘটেছে, রবিবার (৫ অক্টোবর) বেলা দেড়টার দিকে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে বান্নিরঘাট এলাকার তেলপাম্পের কাছে।

এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। পরে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। নিহত কাঞ্চনা বালা দিনাজপুর জেলার খানসামা উপজেলার হাশিমপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, তেলপাম্পের কাছে মাইক্রোবাসটি দাড়িয়ে ছিল বিপরীত দিক আসা তেলবাহী একটি ট্যাংকলরী সজোরে ধাক্কা দিলে মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলে দাড়িয়ে থাকা গাড়ি দুমড়ে মুছরে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা কাঞ্চন বালা মারা যায়।

পার্বতীপুর মডেল থানার পুলিশের উপ-পরির্দশক (এসআই) একেএম ফজলুর হক জানান, ঘটনাস্থল থেকে মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। তবে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।