রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩
রাজশাহীর কাটাখালী থেকে কুখ্যাত এক নারী মাদক ব্যবসায়ী জেসমিন ওরফে বিবিজানের সহযোগীদের গ্রেপ্তার করেছে র্যাব-৫। অভিযানে ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫ জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন নলখোলা ও মীরকামারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন:শিরোইল এলাকার মোঃ আশাদ খাঁ (২১), মিরকামারী এলাকার মেহেদী হাসান (২৪), একই এলাকার সাবিনা বেগম (৪০)।
র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা জনৈকা জেসমিন ওরফে বিবিজানের মাধ্যমে গাঁজা পরিবহন ও বিক্রয় করত। অভিযানে তাদের বসতবাড়ীর শয়ন কক্ষের খাটের নিচে কার্টুনে লুকানো ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম উদ্ধার করা হয়। র্যাব -৫ এর সিপিএসসি উল্লেখ করেছে, জেসমিন রাজশাহীর বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করতেন।
অভিযানের সময় জেসমিন পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে পলাতক মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা জেসমিনের নির্দেশে গাঁজা ডেলিভারি করত।
তারা আরো জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রয় করা হতো।
অভিযানে ধৃতদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। র্যাব-৫ এর পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য তারা সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। মাদক, সন্ত্রাস, অস্ত্র ও ছিনতাইকারীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।