সাফ ফুটসাল দক্ষিণ এশিয়ায় নয়, থাইল্যান্ডে

সাফ ফুটসাল দক্ষিণ এশিয়ায় নয়, থাইল্যান্ডে

5 October, 2025 | সময়: 9:30 pm

দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশন সাফ নতুন টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে। আগামী বছর ১৩-২৬ জানুয়ারি থাইল্যান্ডে নারী ও পুরুষ সাফ ফুটসাল অনুষ্ঠিত হবে। স্ট্যান্ডার্ড ফুটবলের বাইরে ফুটসাল ও বিচ ফুটবলে এটাই সাফের প্রথম আয়োজন।

সাফ দক্ষিণ এশিয়ান অঞ্চলের সংস্থা হলেও ফুটসালের আয়োজন হচ্ছে থাইল্যান্ডে। আসিয়ান অঞ্চলে সাফ টুর্নামেন্ট ভেন্যু নিয়ে সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘কয়েকটি কারণে এটি দক্ষিণ এশিয়ার বাইরে হচ্ছে।

প্রথমত ফুটসাল আয়োজনে সাংগঠনিক দক্ষতা আমাদের অঞ্চলের এসোসিয়েশনের অনেকের নেই। থাইল্যান্ডের ভেন্যু ও সাংগঠনিক সুবিধা দুটোই দারুণ। আবার সাফের সাতটি দেশ থেকেই থাইল্যান্ডে সরাসরি ফ্লাইট রয়েছে।’

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ফুটসাল চর্চা সেভাবে নেই। ভারতে খানিকটা অবকাঠামো থাকলেও সেখানে পাকিস্তান যাবে না। ভূ-রাজনৈতিক কারণেও সাফ প্রথম ফুটসাল টুর্নামেন্ট থাইল্যান্ডে। ‘এটা প্রথম ফুটসাল তাই চাই সব দেশই অংশগ্রহণ করুক। থাইল্যান্ডে আয়োজনের এটাও অন্যতম কারণ। আশা করি সব দেশই এতে অংশগ্রহণ করবে,’ বলেন সাধারণ সম্পাদক।

ফিফা ফুটসাল ও বিচ ফুটবল আয়োজন করে নিয়মিত। ফিফার সদস্যভুক্ত অনেক দেশ ফুটসাল ও বিচ আয়োজন করলেও দক্ষিণ এশিয়া পিছিয়ে। তাই সাফ নারী-পুরুষ টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি কোচিং ও রেফারিং কোর্সও করবে থাইল্যান্ডে।

বাংলাদেশ পুরুষ ফুটসাল দল গত মাসে প্রথম বারের মতো এশিয়ান কাপ বাছাইয়ে খেলেছে। নারী দল ২০১৯ সালে এশিয়ান বাছাই খেললেও এরপর আর কোনো ম্যাচ খেলেনি। সাফ ফুটসাল বাংলাদেশের জন্যও ভালো মঞ্চ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।