ইলিনয় ও ওরেগনে ন্যাশনাল গার্ড মোতায়েন, গভর্নরের তীব্র নিন্দা

ইলিনয় ও ওরেগনে ন্যাশনাল গার্ড মোতায়েন, গভর্নরের তীব্র নিন্দা
ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনকে ‘আক্রমণ’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলছেন, ‘ট্রাম্প টেক্সাস থেকে অতিরিক্ত ৪০০ ন্যাশনাল গার্ড সদস্যকে ইলিনয়, ওরেগন এবং অন্যান্য রাজ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রিটজকার দাবি করেন, ‘প্রেসিডেন্টের সম্মতি ছাড়া অন্য কোনো রাজ্যে সৈন্য পাঠাতে পারবেন না।’
সোমবার (৬ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, তিনি ট্রাম্পের এই সিদ্ধান্তকে পূর্ণ অনুমোদন দিয়েছেন। তিনি আরও বলেন, টেক্সাস ন্যাশনাল গার্ড গর্বের সাথে আমাদের দেশকে রক্ষা করে।’
এদিকে, শিকাগোতে অভিবাসী ও নাগরিকদের ওপর ফেডারেল এজেন্টদের অভিযান বিক্ষোভের জন্ম দিয়েছে। একাধিক অ্যাপার্টমেন্টে অভিযানের সময় কিছু মার্কিন নাগরিককে জিপ-টাই দিয়ে আটক করা হয়েছে। এ বিষয়ে ৬৭ বছর বয়সী রড্রিক জনসন জানান, তিনি আইনজীবীর অনুরোধ করলেও কোনো ওয়ারেন্ট দেখানো হয়নি।
ওরেগন এবং ক্যালিফোর্নিয়া রাজ্য এই পদক্ষেপকে ‘বেআইনি মোতায়েন’ বলে অভিহিত করে নতুন আইনি চ্যালেঞ্জ এনেছে। রোববার ফেডারেল বিচারক সাময়িকভাবে ন্যাশনাল গার্ড সৈন্যদের মোতায়েন স্থগিত করেছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।