এ্যানথ্রাস্কের ঝুঁকিতে উলিপুর উপজেলা

এ্যানথ্রাস্কের ঝুঁকিতে উলিপুর উপজেলা

6 October, 2025 | সময়: 3:49 pm

উলিপুর কুড়িগ্রাম : এ্যানথ্রাস্কের ঝুঁকিতে উলিপুর উপজেলা। ৪’শ ৫৮.৫৭ বর্গ কিলোমিটার আয়তনের উলিপুর উপজেলা। ১টি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে সরকারি হিসেবে গরুর সংখ্যা ১লাখ ৪৯ হাজার ৯’শ ৪৫ টি। উপজেলা প্রাণী সম্পদ থেকে এ পর্যন্ত ২ হাজার ৫’শ ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমানের নিদর্শনায় জেলার নদী অববাহিকার কয়েকটি উপজেলায় এ্যানথ্রাস্কের ভ্যাকসিন প্রদান হচ্ছে।

৬ অক্টোবর সোমবার বেলা ১১টায় উপজেলার বজরা ইউনিয়নের ২টি পয়েন্টে সচেতনা মূলক আলোচনা ও ২ টি পয়েন্টে ভ্যাকসিনেশন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান। আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ রেবা বেগম। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, এ রোগে আক্রান্ত গরুর তাপমাত্রা বেশি থাকে, ক্ষুধা মন্দা দেখা দিবে, হঠাৎ করে পরে মারা যাবে, মারা যাবার পর শরীরের বিভিন্ন স্হান রক্তপাত হবে।

আক্রান্ত গরু জবাই করলে প্রথমে কশাই, পরে তার কর্মচারী ও মাংস রাধূণী এ্যানথ্রাস্ক রোগে আক্রান্ত হবেন। তাই সকলকে সচেতন হতে হবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ রেবা বেগম বলেন, পার্শ্ববর্তী পীরগাছা ও সুন্দরগঞ্জ উপজেলায় এ্যানথ্রাস্ক রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় উলিপুর উপজেলা এ্যানথ্রাস্কের ঝুঁকিতে রয়েছে। এ জন্য সকল গরুকে এর ভ্যাকসিন দিতে হবে।

জনগণের সচেতনতার মাধ্যমে এ্যানথ্রাস্ক রোগ প্রতিরোধ করা সম্ভব। যেহেতু গরুর মাংসের মাধ্যমে এ রোগ ছড়ায় তাই অসুস্থ গরু জবাই করা যাবে না। মৃত গরুকে যত্রতত্র খোলা জায়গায় না ফেলে, চামড়া না ছড়িয়ে গভীর গর্তে পুঁতে ফেলতে হবে। এ সময় মাংস ব্যবসায়ী, সূধীজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, ২১সেপ্টেম্বর এ্যানথ্রাস্কের বিষয়ে জনগনকে সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ, উঠান বৈঠক, পথসভা ও হাটবাজারে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। এজন্য জনগন কিছুটা সচেতন হয়েছে।

নিয়মিত ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। বেশি ঝুঁকিপূর্ণ উলিপুরের নদী অববাহিকায় ক্যাম্প করে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। প্রাণিসম্পদ দপ্তরে যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন মজুদ আছে বলে তিনি জানান। তিনি সকল গরুর মালিককে ভ্যাকসিন নেয়ার আহবান জানান।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।