গাইবান্ধায় গ্যাসের সিলিন্ডারে করে গাঁজা পাচারে চেষ্টায় যুবক আটক

গাইবান্ধায় গ্যাসের সিলিন্ডারে করে গাঁজা পাচারে চেষ্টায় যুবক আটক
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে গ্যাসের সিলিন্ডারে করে গাঁজা পাচারের সময় শাহিন আলম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের মহেশপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহিন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি গ্রামের আক্কাস আলীর ছেলে ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহেশপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরবি ট্রাভেলস পরিবহণের একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় বাসটির লকার থেকে একটি ফাঁকা গ্যাসের সিলিন্ডার উদ্ধার করা হয়। পরে সিলিন্ডারটির ভেতর থেকে ১০ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহিন নামের এক যাত্রীকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জুয়েল ইসলাম বলেন, ‘আটকের পর অভিযুক্ত শাহিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।’
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।