দিনাজপুরে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

দিনাজপুরে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

6 October, 2025 | সময়: 7:20 pm

দিনাজপুর প্রতিনিধি : ‘আমি কন্যা শিশু-স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

সোমবার (৬ অক্টোবর-২০২৫) শিশু একাডেমী অডিটোরিয়ামে দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আনোয়ার হোসেন, ওয়াল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওয়াহেদ। শিশুদের পক্ষে বক্তব্য রাখেন করিমুল্যাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মো. আল মমিন, কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্রী লিওয়াজা ইনাসসহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার রেজভীন সারমিনাজ ইসলাম।

আলোচনা সভার পূর্বে শিশুদের সাথে নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিশুদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।